মার্চ ২১, ২০২৩

ম্যাচ টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা ব্যবহার করেছে বিসিবি!

ম্যাচ টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা ব্যবহার করেছে বিসিবি!

আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে শেষে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে। এদিকে টিকিট হাতে নিয়ে অনেক দর্শকের চোখ ছানাবড়া। তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা দিয়ে ছাপানো হয়েছে!

ইংল্যান্ডের যে পাতাকা দেওয়া হয়েছে সেটি মূলত যুক্তরাজ্যের। যুক্তরাজ্য গঠিত মূলত ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে। সাদা রঙের ওপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ইংল্যান্ড ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়। অথচ বিসিবি ব্যবহার করেছে যুক্তরাজ্যের পতাকা।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি। এটা কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা খোঁজ নিয়ে দেখছি।’ যদিও এমন ভুল নতুন নয়। এর আগে টিকিট থেকে শুরু করে খেলোয়াড় তালিকাতেও নানা সময়ে নানা ধরনের ভুল পাওয়া গেছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লা লিগার ম্যাচগুলোতে গ্যালারিতে থাকবে ‘ভার্চুয়াল দর্শক’

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা