ভারতের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। সামর্থ্যের সেরাটা দিয়ে ভালো খেলার লক্ষ্য টাইগারদের। প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব পেয়েছেন মুমিনুল।
ভারত অধিনায়ক বিরাট কোহলি এই সিরিজের দুই টেস্টেই খেলবেন । জানা যায় তিনি সতীর্থদের সতর্ক করে বলেছেন, টেস্ট সিরিজে আমাদের জন্য হুমকি হতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ।
বিরাট বলেন, মুস্তাফিজুর খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। ওর দিকে আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে। আমাদের দলে বাঁহাতি পেসার না থাকায় এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।
মুস্তাফিজ আইপিএলে খেলায় ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে তার ভালই ধারনা আছে । তবে ওর বিপক্ষেও আমরাও অনেক খেলেছি। আমার মনে হয়,আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মনোযোগ দিয়ে খেলাটাই।
ভারতীয় এই অধিনায়ক বলেন, বাংলাদেশ টি-টোয়েটিতে ভালো খেলেছে। ওদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই আমাদের। মোস্তাফিজ যেকোনো সময় ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারেন। তাই আমাদের কে সতর্ক থাকতে হবে ।
আনন্দবাজার/ফাহির
মন্তব্য করুন