মার্চ ২২, ২০২৩

এক যুগেও সংস্কার হয়নি ব্রিজ

মির্জাগঞ্জে মরণফাদে পরিণত হওয়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার!

মির্জাগঞ্জে মরণফাদে পরিণত হওয়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার!
প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি আয়রন ব্রিজ (লোহার পোল) গত এক যুগেরও বেশি সময় ধরে কোন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা হাওলাদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন আয়রন ব্রীজটির এ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সে দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের অধিকাংশ মানুষের একমাত্র আসা-যাওয়ার পথ এই ব্রিজটি। প্রতিদিন ভাঙ্গা, লক্কর-ঝক্কর এই ব্রীজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করে অসংখ্য পথচারি ও বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এমনকি একাধিকবার এ ব্রিজ পারাপারের সময় পড়ে গিয়ে অনেক মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমানে ব্রিজটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয়রা দ্রুত ব্রীজটি সংস্কারের দাবী জানিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত নড়বড়ে অবস্থায় পড়ে রয়েছে ব্রীজটি। স্লিপারগুলোর বেশির ভাগই ভেঙে গেছে। লোহার অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। মানুষ চলাচলের জন্য ব্রীজটি অনুপযোগী হয়ে গেছে। এলাকাবাসী ব্রীজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে কোনমতে চলাচল করছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের এই ব্রীজ দিয়ে পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্রীজ দিয়ে অটোবাইক, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পরেছে।

স্থানীয় বাসিন্দা লিজেন খাঁন, শাহজাহান খাঁন ও সবুজ হাওলাদার বলেন, প্রায় এক যুগের অধিক সময় ধরে এই ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই ব্রীজের ওপর দিয়ে শঙ্কা নিয়ে পারাপার করতে হয় পথচারীদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রী নিয়ে পারাপার করতে খুবই সমস্যা পোহাতে হয়। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দেওয়ার পরও অদ্যাবধি কোনো সংস্কার হয়নি। সংস্কারের অভাবে ব্রীজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রীজটি অতিদ্রুত সময়ের মধ্যে সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানাই।

আরও পড়ুনঃ  অচলাবস্থা কেটে লক্ষ্যমাত্রা অর্জিত

ওই ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম স্বপন বলেন, ব্রীজটি আমার দৃষ্টিগোচরে আছে। ওই ব্রীজ দিয়ে পারাপারে মানুষের খুবই সমস্যা হচ্ছে। ওখানে ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজ পাঠানো হয়েছে। আশা করি অতি শীঘ্রই ব্রীজটি নির্মাণ করা হবে।

উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান বলেন, ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা