নওগাঁ মিল মালিকরা ভারত থেকে এলসিতে বিনা শুল্কে চাল আমদানি বন্ধি এবং বন্ধ চাতাল সচল করার দাবিতে সভা, সেমিনার ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁর বেশির ভাগ ধানের চাতালের একই অবস্থা। জেলার অর্থনীতির কাঠামো মূলত ধান চাল কেন্দ্রিক হলেও গত ক’বছর ধরে নানা সংকটে ধুঁকে ধুঁকে চলা ৯০ ভাগ ধানের চাতাল বন্ধ হয়ে গেছে।
আর এতে কাজ করা প্রায় লক্ষাধিক নারী ও পুরুষ এখন বেকার। ব্যবসায়ীরা বলছেন ব্যাংকের চড়া সুদের ঋণ, অসম ব্যবস্থার সঙ্গে টিকতে না পেরে দিনে দিনে লোকসান বাড়ায় মিল চাতাল বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা।
গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে এক হাজারের বেশি ধানের চাতাল। বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ব্যবসায়ীরা জানিয়েছেন, চড়া সুদে নেওয়া ব্যাংক ঋণ আর সরকারের নানা নীতির কারণে ধান চাল কারবারে লোকসান গুণতে হচ্ছে তাদের।
জেলা চালকল মালিক গ্রুপের একজন জানান, ভারত থেকে এলসিতে চাল আমদানি বন্ধ না করা হলে জেলায় উৎপাদন ব্যাহত হতে পারে।
লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন জেলা খাদ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মন্তব্য করুন