মার্চ ২১, ২০২৩

বেশি লাভের আশায় ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা

বেশি লাভের আশায় ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন জামালপুরের নদী-উপকূল ও চরাঞ্চলের চাষিরা। তবে, কৃষকদের সচেতন করতে কাজ করছেন বলে দাবি কৃষি কর্মকর্তাদের। উর্বর জমিতে ছেয়ে আছে সবুজ-সতেজ তামাক পাতায়। জামালপুরের মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদরের বিস্তীর্ণ এলাকায় নিয়মিত চাষ হচ্ছে এই বিষ পাতার। স্থানীয়দের অভিযোগ, সিগারেট কোম্পানির তৎপরতায় কৃষকরাও ঝুঁকছেন তামাক চাষে।

বিভিন্ন সিগারেট কোম্পানির তৎপরতায় ও কৃষকদের অগ্রিম টাকা এবং চাষে উদ্বুদ্ধ করছে জানিয়ে স্থানীয় কৃষকরা জানান, এক বিঘা জমিতে মাত্র ১০-১২ হাজার টাকা খরচ করেই তাদের লাভ থাকে অর্ধ লাখেরও বেশি। বাড়ির আঙিনা থেকেই পাতা নিয়ে যান কোম্পানির প্রতিনিধিরা। স্থানীয় একজন বলেন, এখানে বিভিন্ন সিগারেট কোম্পানির এজেন্টরা উঁচু তলার মানুষ, তারা এসে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে চাষে উদ্বুদ্ধ করছে। কিন্তু কৃষক বুঝতে পারছে না তারা কোন ক্ষতির দিকে যাচ্ছে।

একটি তামাক পাতা ১৫-১৬ টাকা বিক্রি করা হয় জানিয়ে স্থানীয় আরেক কৃষক বলেন, ধানের আবাদ থেকে আমাদের লাভ বেশি হয়। তাই আমরা তামার থেকে ধানের আবাদ কেন করব। যদিও তামাক চাষ বন্ধে প্রণোদনাসহ নানান উদ্যোগের কথা জানালেন জেলার কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা (জামালপুর মেলান্দহ) আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আমরা তাদের তালিকা তৈরি করে তাদের মাঝখানে কৃষি প্রণোদনা পুনর্বাসনের বীজ সার আছে এগুলো বিতরণ করেছি। আমাদের তাদেরকে অন্যান্য কৃষিতে উদ্বুদ্ধ করার।

কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ তামাকের ক্ষতিকর দিক নিয়ে উঠোন বৈঠকে আলোচনার মাধ্যমে তামাক চাষকে নিরুৎসাহিত করে যাচ্ছে বলে জানান জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।

আরও পড়ুনঃ  ধর্মপাশায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত

উল্লেখ্য, চলতি বছর জেলায় ৫০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা