গত কয়েক দিনের বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে পচতে শুরু করেছে আলুর বীজ। এজন্য আগাম আলু চাষে শুরুতেই বিপর্যয়ের মুখে নীলফামারী আলুচাষিরা। বৈরী আবহাওয়া থাকায় পিছিয়ে যাচ্ছে আলু লাগানোর সময়কাল।
তবে কৃষি বিভাগ বলছে, এবার আলু চাষে তেমন ক্ষতি হওয়ার সম্ভবনা নেই।
নীলফামারী জেলার প্রধান ফসল ধান, আলু ও ভুট্টা। এ মৌসুমে আমন ধান ঘরে তুলতে না তুলতেই আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। কিন্তু আবহাওয়ায় প্রতিকূলে থাকায় জমিতে লাগানো আলু বীজ পচতে শুরু করেছে ।
বীজ থেকে গজিয়ে ওঠা মাথাও ভেঙে যাচ্ছে। এ মাসের শেষে আগাম বীজ বপনের কথা থাকলেও পিছিয়েছে সময়কাল তাই লোকসানের আশঙ্কায় ভুগছেন চাষিরা।
আলুচাষিরা বলছেন, কয়েক দিনের বৃষ্টিতে আলু পচে গেছে। ১৮ দিনের মাথাতেই অর্ধেকেরও বেশি আলু নষ্ট হয়ে গেছে।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এখন যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে না। বৃষ্টির কারণে ছত্রাক জনিত রোগ যেন ক্ষতি না হয় সে জন্য নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।
আনন্দবাজার/এম.কে
মন্তব্য করুন