মার্চ ২২, ২০২৩

বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের জায়গা দেব: প্রধানমন্ত্রী

বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের জায়গা দেব প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ করার জন্য জাপান, চীন ও ভারতকে জায়গা দিয়েছি। এখন সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশ বিনিয়োগের জন্য আমাদের কাছে আসছে। আমরা তাদেরও জায়গা দেব। এছাড়া বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের সুযোগ দেব বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প এবং অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়া পর দক্ষিণাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায়। এছাড়া আমি যখন প্রথম ক্ষমতায় আসি তখন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করে দিয়েছিলাম। ফলে যোগাযোগ অনেক সহজ হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে রেল পথে দ্রুত যোগাযোগের জন্য আমরা আরও একটি রেললাইন নির্মাণের কাজ হাতে নিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। কারণ এই দুই সমস্যার ফলে আমরা একটা চাপে পড়ে গেছি। এই চাপ কেটে গেলে আমরা আবার কাজ শুরু করতে পারব।

আমরা ১৪ বছর ধরে ক্ষমতায় আছি। ক্ষমতায় আসার পর আমরা যে রূপকল্প ঘোষণা করি সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এবং বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ সেটা যাদের চোখ তারা দেখতে পারবেন বলে জানান শেখ হাসিনা।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাশের হার বাড়লেও কর্মদক্ষতা বাড়েনি

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা