তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিটিভি দেশের বাইরে মোট ১৪টি দেশে সম্প্রচারিত হচ্ছে। দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এছাড়াও আইপিটিভির মাধ্যমে পৃথিবীর প্রায় সকল দেশেই বিটিভি দেখার সুযোগ রয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ৪৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন দেয়া হয়েছে। ৪৫টির মধ্যে পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩০টি। এছাড়াও সম্প্রচারের অপেক্ষায় আছে ১১টি এবং বাকি তিনটি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি।
ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ জানান, সম্প্রচার আইন ২০১৮ (খসড়া) মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ভেটিংয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ আইনের আওতায় সম্প্রচার কমিশন গঠন হলে সোস্যাল ও ইলেকট্রনিক মিডিয়ার সম্প্রচার নিবিড়ভাবে তদারকি করা সম্ভব হবে।
আনন্দবাজার/এফআইবি
মন্তব্য করুন