বলিউড ভাইজান খ্যাত সালমান খানের হাত ধরেই বিগ বসের পথচলা শুরু। এক যুগ পাড়ি দেবার পর ‘বিগ বস ১৩’ শো নিয়ে বিতর্কের শেষ নেই। তবুও বেশ রমরমা হয়ে উঠেছে আয়োজনটি। কিন্তু এবার সালমান খান বিরক্ত হয়ে শো চলাকালীন সময়েই বেরিয়ে গেলেন। শুধু তাই নয় স্পষ্ট জানিয়ে দিলেন, ‘অন্য কাউকে করতে বলো।’
ভারতীয় গণমাধ্যম কালার্সে সম্প্রতি ‘বিগ বস’-এর একটি প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায়, সালমান প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছেন, ‘আপনারা এটাকে মজা ভেবে খেলছেন! এটা সিরিয়াস।’
পরক্ষণেই রাগে ফেটে পড়েন সালমান খান। স্টেজ থেকে নেমে সোজা শো ছেড়ে বেরিয়ে যান। কারণ জানতে চাইলে ‘বিগ বস’ কর্তৃপক্ষ কিচ্ছু জানায়নি। পুরো বিষয়টা দর্শককে কৌতূহলের মধ্যে রেখেছে।
এই প্রথম সালমান শো ছেড়ে বেরিয়ে গেলেন, এমনটা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এমনকী একটি সাক্ষাৎকারে সালমান বলেছেন, ‘প্রতি বছর আমার মনে হয় আমি আর বিগ বস করব না। কিন্তু এক-দু’জন প্রতিযোগী বাদ দেওয়ার পর পুরো জার্নিটাই বেশ ভালো। ওই এক-দু’জনই সবকিছু মাটি করে দেয়।
সালমান আরও বলেন ঠিক যেন আমি ক্ষীর তৈরি করতে চাইছি, আর কেউ তাতে নুন ছড়িয়ে দিয়েছে। ওরা পুরো বিষয়টাকে নষ্ট করে দেয়। নিঃসন্দেহে এটা খুবই দুঃখজনক। তারপরও আমার ভাবতে ভালো লাগে বারোটি বছর আমি বিগ বসের সঙ্গে কাটিয়ে ফেললাম।’
আনন্দবাজার/শাহী
মন্তব্য করুন