বিকাশের মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে পরিশোধ করা যাবে আয়কর। এখন থেকে গ্রাহকরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ করিতে পারবেন। গ্রাহক সরাসরি বিকাশ অ্যাপের হোম থেকে আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে যেতে পারবেন।
আগামী ১৪ থেকে ২০ নভেম্বর এনবিআর কর্তৃক আয়োজিত আয়কর মেলাতে বিকাশের মাধ্যমে খুব সহজে আয়কর পরিশোধ করা যাবে। এছাড়াও www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আয়কর পরিশোধ যাবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যে সকল গ্রাহক নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয়ই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন।
মোবাইল পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করে একাউন্ট, ওটিপি কোড ও পিন নম্বর দিলেই আয়কর প্রদানের একটি কনফার্মেশন মেসেজ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়া যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা ‘আনরেজিস্টার্ড’ অপশন সিলেক্ট করে একই প্রক্রিয়ায় আয়কর পরিশোধ করতে পারবেন। তবে বিকাশে আয়কর পরিশোধে গ্রাহকদের জন্য ১.১% চার্জ প্রযোজ্য হবে।
আনন্দবাজার/এম.কে
মন্তব্য করুন