মার্চ ২১, ২০২৩

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের মাটিতে আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী। ম্যাচের দিনক্ষণ ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না খেলা মাঠে গড়ানোর সময়। গতকাল (বুধবার) সময়সূচিও নিশ্চিত করেছে বিসিবি। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে দুপুর বারোটা থেকে।

এছাড়া বেলা তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। যদিও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি টিম টাইগার্স।

আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

তারিখ> ম্যাচ> ভেন্যু> সময়

১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

তারিখ> ম্যাচ> ভেন্যু> সময়

৯ মার্চ ১মটি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪মার্চ তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা