যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষী বক্তব্যের জন্য এবার তার অভিসংশনের দাবি তুলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের ৪ ডেমোক্রেট কংগ্রেসওম্যান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদের নিয়ে বর্ণবিদ্বেষী বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে ৩ জনের জন্ম যুক্তরাষ্ট্রে।
সংবাদ সম্মেলনে ইলহান বলেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি কৃষ্ণাঙ্গ অ্যাথলেটকে কুকুরের বাচ্চা বলেছেন। মূলত তিনি শেতাঙ্গ বর্ণবাদীদের উৎসাহিত করেছেন।
আর রাশিদা তালিব বলছেন, মার্কিন সংবিধানকে অসম্মান করায় অনেক কংগ্রেস সদস্য ট্রাম্পের অভিসংশনের দাবি তুলেছেন। এদিকে, হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী অভিযোগ প্রত্যাখান করেছেন ট্রাম্প। ৪ নারী কংগ্রেসওম্যানকে ফের যুক্তরাষ্ট্র ছাড়ারও আহবান তার
মন্তব্য করুন