‘কেশরী’ ও ‘মিশন মঙ্গল’ সিনেমার পর মুক্তি পেল অক্ষয় অভিনীত বলিউডের সবচেয়ে বড় বাজেটের কমেডি সিনেমা ‘হাউজফুল ৪’। মুক্তির পর থেকেই বক্স অফিসে জমজমাট ব্যবসা করছে সিনেমাটি। মুক্তি পাওয়ার তিন দিনেই এটি অর্ধশত কোটি রুপি আয় করে নিয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সিনেমাটি মুক্ত পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট আয় ৮২ কোটি রুপি।
‘হাউজফুল ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন- অক্ষয় কুমার, পূজা হেগড়ে, রিতেশ দেশমুখ, ববি দেওল ও কৃতি সানোন সহ আরও অনেকে।
এটি নির্মাণ করা হয়েছে রিইনকারনেশন ড্রামা অর্থাৎ পুনর্জন্মের কাহিনী নিয়ে। ফরহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটিতে চাঙ্কি পাণ্ডেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। আরও একটি চমকপ্রদ দৃশ্যে আবির্ভূত হয়েছেন আর এক দাপুটে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
এছাড়া ২০১৯ সালে ‘কেশরী’ ও ‘মিশন মঙ্গল’ মুক্তির পর ‘হাউজফুল ফোর’ অক্ষয় কুমারের প্রথম দিন মুক্তির সর্বোচ্চ আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
আনন্দবাজার/শাহী
মন্তব্য করুন