মুনির আহমদ
কোন এক রোদেলা দুপুরে
একুশের বই মেলায়
উপচে পড়া ভীড়ে
ডাগর দু’টি নয়ন দেখে
হৃদয় চমকে ওঠে।
মন বলে ক্লান্ত পথিক
দাঁড়াও ফিরে
সম্মুখেই তোমার ঠিকানা
হেঁটে চল ধীর লয়ে।
কে সে, কী নাম তার
জানা হয়নি যদিও
তবু মনে হল
হাজার বছরের জানাশুনা
নিজের আপনজন কেউ।
সাদামাটা সাজে,
নজর কাড়া লাজে
ফাগুন হাওয়ার দোলে
এলোমেলো চুলে
টোল পড়া গালের
মিষ্টি হাসির মেয়েটি ভর করে
হৃদয়ের ক্যানভাস জুড়ে।
প্রেম এমনই হয়
যে করে সে বোঝে
যাতনা যে কিসে।
দিন যায় রাত আসে
মাস শেষে বছর
হয়না শেষ অপেক্ষার প্রহর
কবে হবে দেখা এই ভেবে।
হঠাৎ বৈশাখের কোন এক পড়ন্ত বিকালে
টিএসসি চত্ত্বরে হলো দেখা
সেই হাসি, সেই লাজে।
চোখের ইশারায়
মনের কথা বুঝে
দূর থেকে কাছে যাওয়া
মুখোমুখি কথা বলা
হাতে হাত রেখে পথ চলা
এভাবেই শুরু হলো
জীবনের নতুন গতি ধারা।
সেই থেকে
সে আমার, আমি তার
দু’জন দু’জনার
ভালবাসার একই স্রোতে একাকার।
মন্তব্য করুন