মালয়েশিয়ার শিল্প মন্ত্রনালায়ের এক প্রতিবেদনে জানানো হয়, পাম অয়েল রফতানিতে মালয়েশিয়া সরকার শুল্ক কমিয়ে আনতে চায় । রফতানি বাড়ানোর জন্য আগামী বছরের জানুয়ারি থেকে শুল্ক কমিয়ে আনবে সরকার ।
মালয়েশিয়ার সরকার ২০১৩ সালের রফতানি শুল্ক আরোপের পর এ প্রথম এটি সংশোধনের পদক্ষেপ নিয়েছে । নতুন এ সংশোধনীতে প্রতি টন পাম অয়েলের দাম যদি ২ হাজার ২৫০ রিঙ্গিত থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিতের মধ্যে থাকে, তাহলে তিন শতাংশ শুল্ক দিতে হবে। যা পূর্বে ছিল ৪ দশমিক ৫ শতাংশ।
রফতানিমূল্য বেড়ে যদি প্রতি টনের ২ হাজার ৪০১ রিঙ্গিত থাকে ২ হাজার ৫৫০ রিঙ্গিতের মাঝে থাকে, তাহলে শুল্ক আসবে ৪ দশমিক ৫ শতাংশ। এর পর থেকে রফতানিমূল্য বাড়ার সাথে শুল্ক দশমিক ৫ শতাংশ বাড়ানো হবে। রফতানিমূল্য প্রতি টন ৩ হাজার ৪৫০ রিঙ্গিত হলে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে।
মালয়েশিয়ার পাম অয়েলের অন্যতম বাজার ধরা হয় ভারতকে। কিন্তু সম্প্রতি দেশটি আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় এবং ইন্দোনেশিয়া থেকে আমদানি বাড়ানোয় মালয়েশিয়ার রফতানি কমেছে।
মন্তব্য করুন