পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনস্থ ইউনিয়ন পরিষদে শূন্যপদে লােকবল নিয়ােগ দেয়া হবে। পাবনা জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩৩টি
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০১৯।
massor av fisk hastighet dating Vancouver Dating Leicestershire Corporate dating NZ Dejting i Stoke-on-Trent gratis Kristen dating i 20-ars aldern https://babedont.net/handikappade-dating-hem-sida.html diskreta dejtingsajter Irland