সম্প্রতি চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা একটি চালান খালাস করার সময় পানির পাম্পের বদলে মিলল প্রসাধনসামগ্রী। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর চত্বরে দুটি কনটেইনার খুলে এসব প্রসাধনসামগ্রী পান কাস্টমস কর্মকর্তারা। গতকাল এসব প্রসাধনসামগ্রীর তালিকা যাচাই করে চালানটিতে প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, ঢাকার চম্পা টলি লেনের আমদানিকারক প্রতিষ্ঠান অনলি ওয়ান ইন্টারন্যাশনাল এ চালান আমদানি করেছে। অনলি ওয়ান ইন্টারন্যাশনালের নথিপত্রে ২৩ হাজার কেজি ওজনের ২০০০ পিস পানির পাম্প আনার কথা ছিল। সেখানে যদিও ২০২ কেজি ওজনের ৪৮টি পানির পাম্প ছিল। তবে এর সঙ্গে প্রসাধনসামগ্রী পাওয়া গেছে ৩৬ হাজার ৯৬৫ কেজি।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার নুরউদ্দিন জানান, পানির পাম্পের শুল্কহার কম। প্রসাধনসামগ্রীর শুল্কহার তারচেয়ে বেশি। আরোপিত শুল্ক ফাঁকি দিতেই কম শুল্কহারের পণ্য ঘোষণা দিয়ে বেশি শুল্কহারের পণ্য আমদানি করা হয়েছে।
এছাড়া চালানটিতে পরীক্ষা করতে গিয়ে সাবান, শ্যাম্পু, চুলের জেল, তেলসহ নানা প্রসাধনসামগ্রী পাওয়া গেছে।
আনন্দবাজার/শাহী
মন্তব্য করুন