শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ইশো সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং আরও বৃহৎ পরিসরে ধানমন্ডি এক্সপেরিয়েন্স স্টোরের যাত্রা শুরু করেছে।
ধানমন্ডি সাতমসজিদ রোডের কনকর্ড টাওয়ারে অবস্থিত এই স্টোরে গ্রাহকরা কেনাকাটার এক অনন্য অভিজ্ঞতা লাভ করবেন। একইসাথে কাঠের মসৃণ ফিনিশিং ও অন্যান্য উপকরণ সমৃদ্ধ ডিজাইন থেকে নিজ বাড়ি সাঁজানোর নতুন আইডিয়াও পাবেন গ্রাহকরা। আধুনিক ফার্নিচার ও আনুষাঙ্গিকের জনপ্রিয় পিটস্টপ ইশো’র এই স্টোরটি ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
নান্দনিক স্টাইল ও গ্লোবালি-ইন্সপায়ার্ড ডিজাইন দ্বারা স্টোরটি এমনভাবে সাজানো হয়েছে যে, গ্রাহকরা স্টরে হেটে হেটে বেস্ট-সেলিং ফার্নিচার সিরিজসহ ইশো’র অন্যান্য পণ্যগুলোও দেখতে ও কিনতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট www.isho.com
মন্তব্য করুন