এসডিজি এডুকেশন সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশে গত ১০ বছরে স্কুল শিক্ষার্থী ঝরার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমে এসেছে।
গত মঙ্গলবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ৪০তম জেনারেল কনফারেন্সে অংশ নিয়ে এসডিজি এডুকেশন ২০৩০ এর ৭তম অধিবেশনে মন্ত্রী এসব কথা জানান।
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কারণে এসডিজির স্টিয়ারিং কমিটি বিশেষভাবে শিক্ষামন্ত্রীকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানান। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন।
দীপু মনি জানান, সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জনে সরকার খুব গুরুত্বারোপ করছে এবং বাংলাদেশ এক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতাও অর্জন করেছে। বর্তমানে দেশে প্রাইমারি শিক্ষায় অংশগ্রহণের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর পরিমাণ বেশি।
উক্ত সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও ই নাইন এর প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন।
আনন্দবাজার/শাহী
মন্তব্য করুন