মার্চ ২১, ২০২৩

দেশে আসছে ‘পাঠান’, হল সংকটে ‘ওরা ৭ জন’

দেশে আসছে ‘পাঠান’, হল সংকটে ‘ওরা ৭ জন’

দেশে হিন্দি সিনেমা মুক্তি পাবে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনার ও বাধাঁর পর অবশেষে অনুমতি মিলেছে। তবে সময়ের আলোচিত বলিউড সিনেমা ‘পাঠান’ দেশে কবে মুক্তি পাবে তা জানা না গেলেও ইতোমধ্যে ছবিটির পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে সিনেমা হলে। সেখানে নির্দিষ্ট করে মুক্তির তারিখ ৩ মার্চ লেখা আছে।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনেক সিনেমা হল আগেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে এ নিয়ে সন্দেহ নেই। এ কারণে অনেক সিঙ্গেল স্ক্রিন দেশীয় ছবি ‘ওরা ৭ জন’ ৩ মার্চ চালাতে চাইছে না। ছবিটির পরিচালক খিজির হায়াত খান জানান, ৩ মার্চ ‘পাঠান’ চালাবে বলে ভালো কিছু সিঙ্গেল স্ক্রিন মালিকরা তাকিয়ে আছেন। গতকাল (রবিবার) তিনি বলেন, “পাঠান-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে ‘ওরা ৭জন’ নিতে চাচ্ছে না। মুক্তির পাঁচদিন বাকি থাকলেও এখনও হল পাইনি। ‘পাঠান’ এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাব না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারব না, তাহলে আমরা কী করব?” এমতাবস্থায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অভিনেতা ও ‘জাগো’ ছবির নির্মাতা।

কলকাতাতেও ‘পাঠান’ মুক্তির সময় একই সমস্যার মুখোমুখি হয়েছিল টলিউডের সিনেমাগুলো। সেসময় ওপার বাংলার পরিচালকরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন। ব্যবসায়িক দিক বিবেচনায় ‘পাঠান’র মুক্তি নিয়ে তুমুল আগ্রহে আছেন হল মালিকরা। কোনো কোনো হল আগেভাগেই প্রচারণায় নেমেছে। এর মধ্যে রয়েছে ময়ময়নসিংহের ছায়াবাণী সিনেমা হল। সদরে অবস্থিত এই হলটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ৩ মার্চ ‘পাঠান’-এর শুভমুক্তি।

আরও পড়ুনঃ  শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি মিলন

জানা গেছে, সার্ভার নিয়ন্ত্রণে আছে এমন অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে ৩ মার্চ চলবে ‘পাঠান’! সেইসঙ্গে চলবে দেশের সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে। সার্ভার সংকট মিটিয়ে ১০ মার্চ থেকে বড় পরিসরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিতে প্রস্তুত অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন। মুক্তি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন রয়েছে বলে জানা গেছে। এখন শুধু অনুমতির অপেক্ষা। তিনি বলেন, অনুমতি পেলেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা