মার্চ ২১, ২০২৩

ঢাকায় ৪৫ বছর পর ফের মিশন চালু করছে আর্জেন্টিনা

ঢাকায় ৪৫ বছর পর ফের মিশন চালু করছে আর্জেন্টিনা

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ৪৫ বছর পর পুনরায় ঢাকায় মিশন চালু করতে যাচ্ছে।

আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার সফরের মধ্য দিয়েই ঢাকায় মিশন উদ্বোধন করবে আর্জেন্টিনা।

সান্তিয়াগোর এ সফরে মিশন খোলা ছাড়াও দেশটির সঙ্গে দুটি চুক্তি ও তিন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্রমতে, সান্তিয়াগোর সফরে ঢাকায় আর্জেন্টিনা মিশন উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া কিছু চুক্তি ও এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় ইতোমধ্যে মিশন খোলার জন্য স্থান নির্ধারণ করে ফেলেছে আর্জেন্টিনা। সম্প্রতি দেশটির একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে গেছেন। সফরে তারা ঢাকার বনানীতে মিশনের জন্য একটি স্থান ঠিক করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরের শুরুর দিন সোমবার বিকালে ঢাকায় পুনরায় মিশন চালু করবে দেশটি। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এছাড়া ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা। সেসময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ। এদিকে আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির সঙ্গে দুটি চুক্তি ও তিন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  হাসছেন কালোবাজারী ফাঁসলেন ভ্যানচালক

এ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর বাহিরে কৃষিখাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেড কর্পোরেশন নিয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বিকল্প মার্কেট খুঁজতে হচ্ছে। এজন্য আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি করতে চাচ্ছি। ওটার প্রেক্ষিতে একটা এমওইউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা