রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা। ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ মেলার আয়োজন করেছে।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরাই এ মেলার মূল লক্ষ্য।
‘ডিজিটাল বাংলাদেশের, সংযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার মাধ্যমে ফাইভজিসহ মেলায় ডিজিটাল প্রযুক্তি ও ডিজিটাল সংযুক্তির প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
আনন্দবাজার/কআ
মন্তব্য করুন