আজ বুধবার রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের দুর্বল দল স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। টানা পাঁচ খেলায় জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্নেস্তো ভালভার্দের দল।
গত শনিবার স্পেনের রাজনৈতিক সংকটের মধ্যেও এইবার এর মাঠে ৩-০ গোলে জয়ী হয় কাতালান ক্লাবটি। ম্যাচটিতে জালে বল পাঠান লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আন্তনিও গ্রিজমান।
এর মানে দলটি এখন নৈপুণ্যের তুঙ্গে আছে। এমনকি মহাদেশীয় এই লিগের সর্বশেষ খেলাতেও অধিনায়ক মেসির দল ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে দুই খেলাশেষে চার পয়েন্ট পেয়ে স্পানিশ চ্যাম্পিয়ন দলটি বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। সমান দুই খেলায় চার পয়েন্ট পেয়েও বরুশিয়া ডর্টমুন্ড গোল ব্যবধানে এগিয়ে আছে সবার ওপরে।
স্ট্রাইকার গ্রিজমানের কথায় বোঝা যাচ্ছে সাফল্যের জন্য কতটা মরিয়া তারা। এইবার এর বিরুদ্ধে ফরোয়ার্ডত্রয়ী গোল পাওয়ার পর এই ফরাসি বলেন, ‘খারাপ ও ভালো দিন সবসময়েই থাকবে। তবে আমরা একটু একটু করে প্রত্যেকে প্রত্যেককে চিনছি এবং আমরা অনেক দূর যাবো।’
কোচ ভালভার্দে আরেক ধাপ এগিয়ে বলেন, ‘উচু মাপের খেলোয়াড়রা একে অপরকে বুঝতে পারে এবং সবসময়েই মুখোমুখি হয়। সবশেষে সময় ও ম্যাচ খেলার পরিপ্রেক্ষিতে তারা আরো কিছু দিয়ে ভালো করতে পারে।’
আনন্দবাজার/খলিফা
মন্তব্য করুন