মার্চ ২১, ২০২৩

জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

জয়পুরহাটে প্রাইম ব্যাংকের নেতৃত্বে জেলার সকল ব্যাংকের সমন্বয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালী ও স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আজ (সোমবার) সকালে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সকালে রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কনফারেন্স শুরু করা হয়।

এসময় প্রাইম বাংকের রাজশাহী জোনাল হেড আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইকবাল মোহসীন, যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। কনফারেন্সে স্কুল ব্যাংকিং এর সুবিধা এবং একাউন্ট কিভাবে করা যায় এ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটে ঢাকা ফেরত ৯ ব্যাক্তির শরীরে করোনা শনাক্ত

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা