মার্চ ২২, ২০২৩

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর বিকেলে পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অটোযোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন মঞ্জুয়ারা বেগম। এদিকে গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সেই অটো আটকিয়ে তল্লাশী করে। এসময় ওই নারীর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন উপ-পরিদর্শক মনছুর রহমান। পরে একই বছরের ০৪ নভেম্বর আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়।

এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের স্বাক্ষী গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আবার বাড়ল আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা