জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে- ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন- এমপি, জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জেলা পুলিশ সুপার নূরে আলম জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ অন্যান্য নেতৃবৃন্দরা একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন।
মন্তব্য করুন