চাল রফতানি থেকে ভিয়েতনামের আয় কমেছে । দেশটি চলতি বছরের প্রথম নয় মাসে চাল রফতানি কেরেছে ৫২ লাখ টন । অন্যদিকে আয় হয়েছে ২২৪ কোটি ডলার । চলতি বছরে দেশটির চাল রফতানির পরিমান গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
কিন্তু নিম্নমানের চাল রফতানি হওয়ায় দেশটির ৯ দশমিক ৮ শাতাংশ আয় কমেছে । তাই রফতানি করা চালের মান উন্নয়নের কাজ করে যাচ্ছে ভিয়েতনাম সরকার ।
সেপ্টেম্বরে ভিয়েতনাম থেকে চাল রফতানি হয়েছে ৫ লাখ ৮৬ হাজার টন। যার বিপরীতে দেশটির আয় এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় কম।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ভিয়েতনাম থেকে চাল আমদানিতে শীর্ষে রয়েছে চীন। তবে নিম্নমানের চাল হওয়ায় গত বছর থেকে দেশটি থেকে চাল আমদানিতে কঠোর হয়ছে চীন। চলতি বছরে দেশটির এখন পর্যন্ত চাল রফতানি ৬৫ শতাংশ কমেছে।
এমনকি চালের মান খারাপ হওয়ায় দেশটি থেকে চাল আমদানিতে কোটা নির্ধারণ করেছে চীন। কোটা অনুযায়ী, ভিয়েতনাম থেকে বছরে ৫০ লাখ টন চাল আমদানি করতে চায় দেশটি। তবে চলতি বছর সেই কোটাও পূরণ হবে না বলে মনে করছে এমএআরডি। তারা মনে করছে, বছর শেষে ভিয়েতনাম থেকে চীনের চাল আমদানি ৩৩ লাখ টনে দাঁড়াতে পারে।
চালের এ নিম্নমানের কারণে বাজার হারানোর আশঙ্কায় এখন ভিয়েতনাম সরকার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বর্তমান অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে চাল রফতানিতে ভালো প্রবৃদ্ধি অর্জন করতে হলে মান বাড়াতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে ।
মন্তব্য করুন