যোগাযোগ ও তথ্য আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ভিডিও কলের সঙ্গে সঙ্গে মেসেজের মাধ্যমেও যোগাযোগ সম্ভব। ফলে বর্তমানে এটি জনপ্রিয় হয়ে উঠেছে প্রযুক্তি ব্যবহারকারীদের কাছে।
তবে ব্যবহারকারীর অজান্তে তাদের কাছে আসা সবশেষ মেসেজের উত্তর পরিবর্তন করে পাঠানো সম্ভব হোয়াটসঅ্যাপে। এমনকি মেসেজ পরিবর্তন করে স্বয়ংক্রিয়ভাবে নতুন মেসেজেও পাঠানো যায়। মেসেঞ্জার অ্যাপটির বার্তা বিনিময় পদ্ধতির কারিগরি ত্রুটির কারণে সাইবার হামলা চালিয়ে এমনটি করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ‘ব্ল্যাক হ্যাট’ নিরাপত্তা সম্মেলনে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘চেক পয়েন্ট’। তাদের দাবি, হোয়াটসঅ্যাপের বার্তা এনক্রিপশন পদ্ধতির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই নির্দিষ্ট ব্যবহারকারীর বার্তা গোপনে পরিবর্তন করতে পারে।
গত বছর থেকে এ নিরাপত্তা শঙ্কা দেখা দিলেও বিষয়টি সমাধান করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
মন্তব্য করুন