অনেক দিন ধরে শোনা যাচ্ছে, বলিউডে নাম লেখাচ্ছেন ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেলা কাইফ। এবার সেই গুঞ্জন সত্য হতে যাচ্ছে।
ডিএনএ’র এক প্রতিবেদনে জানা যায়, নতুন ছবিটির নাম ‘কথা’। পরিচালনা করছেন করণ বুটানি।
ইসাবেলার বিপরীতে অভিনয় করছেন সালমান খানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। সালমানের প্রযোজনায় ‘লাভরাত্রি’তে তার অভিষেক হয় বলিউডে।
জানা গেছে, ‘কথা’য় সেনা সদস্যের চরিত্রে অভিনয় করবেন আয়ুশ। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ছবির কাহিনি আবর্তিত হয়েছে ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী কথা নামের গ্রাম নিয়ে।
সেনা কর্মকর্তার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে বর্তমানে শারীরিক কসরতে জোর দিয়েছেন আয়ুশ।
ইতিমধ্যে ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করে আয়ুশ জানান দিয়েছেন নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দড়ি বেয়ে ওপরে ওঠা থেকে ভারবহন- কোনো কিছুতেই পিছপা নন তিনি। তবে নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে রাজি নন তিনি।
আয়ুশ বলেন, “কথা’ দারুণ একটি সিনেমা হবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এমন হৃদয়স্পর্শী ছবির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। এটি ভারতীয় সেনাবাহিনীকে ভিন্নভাবে তুলে ধরবে।”
আরও জানান, ইসাবেলার মধ্যে ইতিবাচক শক্তি রয়েছে। সিনেমা নিয়ে তার যথেষ্ট উৎসাহ রয়েছে।
শিগগিরই ‘কথা’র দৃশ্যায়ন শুরু হচ্ছে।
মন্তব্য করুন