ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় ইয়ন মরগ্যানদের শুভেচ্ছা জানান ইংল্যান্ডের সম্মানিত রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজপুত্র ফিলিপের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।
এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
নিজের দলকে শুভেচ্ছা জানিয়েই শেষ করেননি পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
তিনি বলেন, ‘রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতি আমার সহমর্মিতা রইল। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছেন।’
মন্তব্য করুন