মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে দেশটির উপকূলীয় রাজ্য ভারাক্রজে একটি ট্রাক থেকে ১৭ বাংলাদেশিসহ ৬৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এতথ্য নিশ্চিত করেছে দেশটির জননিরাপত্তা বিভাগ।
জননিরাপত্তা বিভাগ জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।
গেল এপ্রিল মাসে কাতার থেকে তুরস্ক যান। এরপর সেখান থেকে ল্যাতিন আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, পানামা, গুয়েতেমালা পার হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তবে মেক্সিকো পৌছার পর পথ হারিয়ে উত্তর সীমান্তের দিকে চলে যান।
দীর্ঘ যাত্রায় খাবার ফুরিয়ে গেলে তাদের মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
গেল দুইমাসে ১৯ হাজারের বেশি অভিবাসি প্রত্যাশীকে গ্রেফতার করেছে মেক্সিকো পুলিশ। এদের বেশিরভাগই ল্যাতিন আমেরিকার।
মন্তব্য করুন