ইউরোপিয়ান লিগ ফুটবলের লড়াই শুরু হয়েছে অনেক আগেই। এখন বাকি শুধু ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর শেষে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের যুদ্ধ।
প্রথম দিনেই হাইভোল্টেজ ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাফ ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্য দিয়েই মাঠের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসি। গেল কয়েকটা ইউরোপীয় আসরে হতাশা সঙ্গী করে ঘরে ফেরা দলের নাম বার্সা। কোনও এক অভিশাপে যেন শেষ বেলায় উল্টো-পাল্টা হয়ে যায়, কাতালানদের স্বপ্ন যাত্রা। এবারও চ্যাম্পিয়ন্স লিগকে প্রধান লক্ষ্য বানিয়ে বছর শুরু করেছে আর্নেস্তো ভালভার্দের দল।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অতিথি হচ্ছে নাপোলির মাঠে। শক্ত দলের বিপক্ষে লড়াই দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরুতে অবশ্য ভীতও নয় অল রেডরা। তবে সাবধান কোচ ইয়ুর্গান ক্লপ। ইতালির দুর্গ জয়ের জন্য প্রস্তুত সালাহ, ফিরমিনো, মানে, ফন ডাইকরাও।
এছাড়া ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসি মোকাবেলা করবে ভ্যালেন্সিয়াকে। আর ইন্টার মিলান নিজেদের মাঠে খেলবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে। অন্যদিকে লিলের মুখোমুখি হবে গত মৌসুমের চমক আয়াক্স। সবগুলো খেলা শুরু রাত একটায়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুধু ইউরোপের নয় চোখ থাকে গোটা দুনিয়ার ফুটবল ভক্তদের। আট মাসের ফুটবল সমরে ভক্তদের যুক্ত করতে হাজির সেরা তারকারও।
মন্তব্য করুন