মার্চ ২২, ২০২৩

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার ঠেকাতে আসছে নতুন আপডেট

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার ঠেকাতে আসছে নতুন আপডেট

নতুন ফিচার আনছে গুগল। পরবর্তী অ্যান্ড্রয়েড আপডেটে কয়েকটি নতুন ফিচার আনছে বলে প্রতিবেদ প্রকাশিত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ এর অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনে ইনস্টলেশন ব্লকিং সিস্টেম চালু করবে।

প্রতিবেদনে অ্যান্ড্রয়েডের সম্ভাব্য ম্যালওয়্যারের আক্রমণ ঠেকাতে নতুন ফিচার সাহায্য করবে জানায়। এই নতুন ফিচার ব্যবহারকারীদের কিছু এপিকে ফাইল সাইডলোডিং থেকে বিরত রাখবে।

নতুন ভার্সনের জন্য গুগল শুরুর দিকে তাদের এই ব্লকিং সিস্টেম চালু করবে। পরবর্তীতে ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ৬.০ থেকে থ্রেশহোল্ড বাড়াবে। এটি এমন একটি ব্যবস্থা যা অ্যান্ড্রয়েডকে আরও গতিশীল করবে। প্রতিবেদনটি জানায়, গুগলের লক্ষ্য হলো এসব আউটডেটেড অ্যাপস ব্লক করে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার অ্যাপসের বিস্তার কমানো। কিছু ম্যালওয়্যার অ্যাপ ইচ্ছাকৃতভাবে অ্যান্ড্রয়েডের পুরোনো আপডেটগুলোকে টার্গেট করে সুরক্ষা বাইপাস করে যা ইতোমধ্যেই সর্বশেষ অ্যাপগুলো প্রয়োগ করা হয়েছে। সম্প্রতি, স্পেসএক্স এবং টি-মোবাইল স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট ব্যবহারের সুবিধা যুক্ত করছে।

অ্যান্ড্রয়েড ১৪ ডিভাইসগুলোতে শেয়ার শীট পরিবর্তন করার পাশাপাশি গুগল তাদের অ্যান্ড্রোডের জন্য আরও নিত্য নতুন আপডেট আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অ্যানিমেশন ফিচার চালু করলো ফেসবুক

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

ই-পেপার
প্রথম পাতা
খবর
অর্থ-বাণিজ্য
শেয়ার বাজার
মতামত
বিশ্ব বাণিজ্য
ক্যারিয়ার
খেলার মাঠ
প্রযুক্তি বাজার
শিল্পাঞ্চল
পণ্যবাজার
সারাদেশ
শেষ পাতা